Sasraya News

Friday, March 28, 2025

Recruitment Scam Case: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন চেয়ারম্যান

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : এসএসসি নিয়োগ  দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) গ্রেফতার হলেন এসপি সিনহা (শান্তি প্রসাদ সিনহা)  (Former Chairman of SSC SP Sinha)। গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তিনি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। ২০২২ সালে তাঁকে কেন্দ্রীয় এজেন্সী সিবিআই গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে, নিয়োগ দুর্নীতি মামলায় এসপি সিনহা চেয়ারম্যান থাকাকালীন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়। বেশ ক’য়েকবার এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যানের নামে চার্জশিট দেয় সিবিআই (CBI) সেই থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন। ফের অপর কেন্দ্রীয় এজেন্সী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) নিজেদের হেফাজতে পায়। বুধবার ইডি (ED) আগামী সোমবার পর্যন্ত হেফাজতে পায়। গত সোমবার তাঁকে প্রেসিডেন্সি জেলে গিয়ে ইডির শোন অ্যারেস্ট দেখায় বলে উল্লেখ। আদালত তাঁকে সশরীরে হাজিরের আবেদন করা হয়। সেই মতো আজ তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত আগামী সোমবার পর্যন্ত এসপি সিনহাকে (SP Sinha) ইডি হেফাজতের নির্দেশ দেয়। এই প্রথম এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান (Former Chairman of SSC SP Sinha) এসপি সিনহাকে নিজেদের হেফাজতে পায়। উল্লেখ্য যে, আদালতে ইড়ি সোমবার অব্দি নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে। সেই আবেদনে সাড়া দেয় আদালত। প্রসঙ্গত, ইডির বিশেষ সূত্রে খবর, এসএসসি নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত এসপি সিনহা। -ফাইল চিত্র 

আরও পড়ুন : Sayani Das : দেশের মুখ উজ্জ্বল করলেন বাংলার জলকন্যা সায়নী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment