



সাশ্রয় নিউজ ★ তিরুবন্তপুরম : রাহুল গান্ধী (Rahul Gandhi) আসন্ন লোকসভা নির্বাচনে কার বিরুদ্ধে লড়ছেন, এপ্রসঙ্গ তুলে খোঁচা বিজয়নের (Pinarayi Vijayan)। উল্লেখ্য, ওয়ানাড কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। সেই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী, ডেমোক্রেটিক ফ্রন্ট (Democratic Front) বা সিপিআই-এর (CPI) অ্যানি রাজা, বিজেপি’র (BJP) কে সুরেন্দ্রন। বর্ষীয়াণ বাম নেতা সরাসরি প্রশ্ন তোলেন রাহুল গান্ধীর (Rahul Gandhi) দিকে। রাহুল কেরলের ওয়ানাড (Wanad) কেন্দ্র থেকে লড়ায় এক প্রকার ক্ষুদ্ধ কেরলের মুখ্যমন্ত্রী (CM Kerala) পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) প্রশ্ন তোলেন, “আমরা কি বলতে পারব রাহুল কে সুরেন্দ্রনের (বিজেপি প্রার্থী) বিরুদ্ধে লড়ছেন? আমরা কি বলতে পারব তিনি কেরলে এসেছেন বিজেপির বিরুদ্ধে লড়তে? তিনি এখানে লড়াই করতে এসেছেন এলডিএফের বিরুদ্ধে।” এখানেই থামেননি বিজয়ন, তিনি আরও বলেন, “এটার মানে কী? ইন্ডিয়া ব্লকের প্রধান নেতা রাহুল গান্ধী। অথচ তিনি লড়াই করছেন লেফ্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এলডিএফ) বিরুদ্ধে। যা এই জোটের শরিক।” পিনারাই বিজয়নের প্রশ্নের মুখে একপ্রকার স্তব্ধ কংগ্রেস শিবির। অন্যদিকে ইণ্ডিয়া জোটের অন্যতম দুই শরিক বাম-কংগ্রেসের ভেতর জোট জটই দেখছে এনডিএ শিবির সুত্র। শুধু তা-ই নয়, আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোট হওয়াতে বার-বর কেরল কংগ্রেস ও এলডিএফ বা ডেমোক্রেটিক ফ্রন্ট সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করায় বিজেপি আইএনডিআইএ জোট বিরোধীরা। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Dilip Ghosh : দিলীপ ঘোষকে সতর্ক করল কমিশন
