Sasraya News

Thursday, February 13, 2025

Purba Burdwan : ছিনতাইবাজদের খপ্পরে দম্পতি

Listen

সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : ছিনতাইবাজদের কবলে পড়েন এক দম্পতি। বাড়ি ফেরার পথে  ধাত্রীগ্রামের নাম রুনা পোদ্দারের সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে উল্লেখ। রুনা জানান যে, তাঁরা স্বামী স্ত্রী কলকাতা থেকে ফেরার পথে যখন কালনা স্টেশনে নামেন। সেখান থেকে বাড়ি ফেরার জন্য একটা টোটো ধরেন। টোটো তে কিছুদূর যাওয়ার পরেই সামনে একটা বাইক এসে দাঁড়ায় এবং দু’জন ছিনতাইকারি তার হাতের ব্যাগটি এক ঝটকায় টেনে নিয়ে যান আর সেই ঝটকাতেই তিনি পড়ে যান। এবং গুরুতর আহত হন। আহত অবস্থায় তিনি কালনায হসপিটালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, ছিনতাইকারীদের সনাক্তকরণের জোর চেষ্টা চলছে।

আরও খবর : Kalna : জোর কদমে চলছে কালনায় সরস্বতী পুজোর প্রস্তুতি

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment