Sasraya News

Friday, March 28, 2025

Purba Burdwan : গুরুদেবের বাড়িতে চুরি করে বেপাত্তা শিষ্যা

Listen

সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : গুরুদেবের বাড়িতে চুরি করে বেপাত্তা শিষ্যা। শনিবার পূর্বস্থলী থানার বরগাছি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, সুভাষ দেবনাথ নামে একজন গুরুদেব ও তার স্ত্রী’কে বেহুশ করে তাঁদের সোনা দানা নিয়ে চম্পট দেয় একজন।

 

 

সুভাষ দেবনাথ এর পুত্রবধূ মাধুরী দেবনাথ জানান যে,  শুক্রবার সোনারপুর থেকে আনুমানিক বছর ৪৫ এর এক বিধবা মহিলা শ্বশুর মশায়ের শিষ্য বলে পরিচয় দিয়ে বাড়িতে আসেন। এবং রাত্রিতে শ্বশুর মশায়ের ঘরেই নিচে মাদুর পেতে শোয়ার ব্যবস্থা তিনি করেন। মাধুরী দেবী আরও জানান, সেই ঘরে তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই ছিলেন। কিন্তু রাত তিনটের সময় গিয়ে দেখা যায় যে শ্বশুর মশাই এবং শাশুড়ি মা বেহুশ অবস্থায় আছেন। আলমারি খোলা সোনা দানা যা ছিল সব নিয়ে ওই মহিলা চম্পট দিয়েছেন। তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সেই রাতেই শ্বশুরমশাই শাশুড়ি মাকে কালনা হসপিটালে ভর্তি করা হয়। বেশ ক’য়েক ঘন্টা কেটে যাওয়ার পরও তাদের জ্ঞান ফেরেনি। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

-প্রতীকী চিত্র 

আরও পড়ুন : Mamata Banerjee : “যতক্ষণ না সে ক্ষমা চাইবে, পায়ে না ধরবে ততক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না…” : মমতা বন্দ্যোপাধ্যায়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment