Sasraya News

Friday, March 28, 2025

Purba Burdwan : কোল্ড স্টোরেজে গ্যাস চেম্বার লিক : হত ২, আহত ২

Listen

সাশ্রয় নিউজ পূর্ব বর্ধমান : বৃহস্পতিবার সকালে কালনা ২ নম্বর ব্লক ভবানন্দপুর মা অম্বিকা কোল্ড স্টোরেজ-এ গ্যাস চেম্বার লিক করে দুজন মারা যান এবং দু’জন আহত। সামনেই আলুর সিজন এমত অবস্থায় যদি কোল্ড স্টোর বন্ধ হয়ে যায় তাহলে আশপাশ এলাকার কৃষকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। গ্যাস লিক হওয়াকে কেন্দ্র করে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয়। এবং দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে এলাকাবাসীদের আশ্বস্ত করে অগ্নিনির্বাপণের কাজ শুরু করেন। কালনা এস ডি পি ও এবং কালনা থানার আইসি পুলিশ বাহিনী নিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে। তাঁরা স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেন।
মৃত দুই ব্যক্তি হলেন সজল ঘোষ এবং সর্বান প্রসাদ শর্মা। স্থানীয় সূত্রে খবর, সামনেই আলুর সিজন তাই মেরামতির জন্য মেশিন ঘরে কাজ চলাকালীন অ্যামোনিয়া গ্যাস লিক হতে থাকে। মেশিন ঘরে দায়িত্বে থাকা ব্যক্তি দু’জন মেশিন ঘর থেকে বের হতে না পারার জন্য ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু ঘটে। আহতদের কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার আশেপাশে মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে।স্থানীয় সূত্রের খবর, এরকম ঘটনা এর আগে কখনও তারা শোনেননি বা দেখেননি। এই মর্মান্তিক ঘটনায়  একাকাবাসীদের ভেতর গভীর শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয় বলে উল্লেখ।

ছবি : প্রতীকী 

আরও খবর : Sasraya News Sunday’s Literature Special | 23 February 2025 | Issue 53 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | সংখ্যা ৫৩

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment