Sasraya News

Wednesday, April 23, 2025

Pope Francis : যুদ্ধ বিরতি চাইলেন পোপ ফ্রান্সিস

Listen

সাশ্রয় নিউজ ★ ভার্টিক্যান সিটি : হামাস ও ইজরায়েলের ভেতর যুদ্ধের বিরতি চান পোপ ফ্রান্সিস (Pope Francis)। একই সঙ্গে যে সমস্ত পণবন্দি ইজরায়েলি হামাসের হাতে আছে, তাঁদের মুক্তি দাবি করেন। পোপ প্রশ্ন তোলেন, “তাঁদের চোখে কতটা কষ্ট আমরা দেখছি। সেই চোখ দিয়ে তারা জানতে চায়, কেন? কেন এত মৃত্যু? কেন এত যুদ্ধ? যুদ্ধ সবসময় অযৌক্তিক, এতে পরাজয়।” ভার্টিক্যান সিটিতে পোপ ফ্রান্সিস, ইস্টার সানডে (Easter Sunday) উপলক্ষ্যে এ বার্তা (Message) দেন। তাঁর কথায়, ”অস্ত্রের মাধ্যমে শান্তি আসে না। হৃদয় খুলে হাত বাড়ানোর মাধ্যমে শান্তি আসে।” ইজরায়েল ও হামাসের সঙ্গে যে যুদ্ধ চলছে সে বিষয়ে ৮৭ বছর বয়স্ক পোপ (Pope Francis) বলেন, “আমি আরও একবার আহ্বান জানাই, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে। যুদ্ধ বিরতির জন্য ৭ অক্টোবরের পণবন্দীদের মুক্ত করার আহ্বান জানাই।” -ফাইল চিত্র 

আরও পড়ুন : Rahul Gandhi : রাহুল গান্ধীকে খোঁচা পিনারাইয়ের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment