Sasraya News

Thursday, February 13, 2025

Poet &Journalist Gautam Ghoshdastider Demised :কবি ও সাংবাদিক গৌতম ঘোষদস্তিদারের জীবনাবসান

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : জীবনাবসান হয়েছে কবি ও সাংবাদিক গৌতম ঘোষদস্তিদার-এর (Poet &Journalist Gautam Ghoshdastider Demised)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।

তিনি দীর্ঘদিন একটি সংবাদপত্রের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি বাংলা ভাষায় তাঁর পাণ্ডিত্য ছিল লোভনীয়। সম্পাদনা করতেন ‘রক্তমাংস’ নামে একটি পত্রিকা। সেই পত্রিকার ভেতর তাঁর সম্পাদনার ছাপ প্রস্ফুটিত হত। কর্মজীবন থেকে অবসরের পরে সম্পূর্ণ সময় লেখালেখি ও সম্পাদনায় মনোনিবেশ করেন। লিখতেন ভিন্ন স্বাদের লেখা। গল্প, উপন্যাস, অনুবাদ, ফিচার প্রভৃতির প্রতি ছিল তাঁর অসীম টান। তবে মূলত কবি হিসেবেই নিজেকে ভাবতে ভালবাসতেন গৌতমবাবু। দেশ ও বিদেশের চলচ্চিত্র ও সাহিত্য-সংস্কৃতি নিয়ে তাঁর বেশ আগ্রহ ছিল। লিখেছেন সিনেমা নিয়ে বইও। তাঁর গ্রন্থের ভেতর উল্লেখযোগ্য : বিষ্ণুপ্রিয়া মঙ্গল, হেমন্তের কারুকাজ, ভেদাভেদের কথাসাহিত্য, ধূসর দিগন্তরেখা, মৎস্তকন্যা, শূন্যের আড়াল, আফগানিস্তানের কবিতা প্রভৃতি।

উল্লেখ্য যে, গৌতম ঘোষদস্তিদার অসুস্থ ছিলেন বিগত বেশ কিছু বছর ধরেই। মধুমেহ, কিডনির রোগে আক্রান্ত হয়েছিলেন। এমনকী হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তিও। চিকিৎসাধীন অবস্থায় ব্যারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে প্রাণত্যাগ করেন গৌতমবাবু। জানা যায়, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ তিনি প্রয়াত হন। এ-ও খবর, তাঁর স্ত্রী ঊর্মিমালা দাশগুপ্তও অসুস্থতায় ভুগছেন। বাংলা সাহিত্য ও সংবাদ জগতে সাংবাদিক ও কবি গৌতম ঘোষদস্তিদার-এর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে।

আরও খবর : Poet Laxmikanta Mandal : কবি লক্ষ্মীকান্ত মণ্ডল এর গুচ্ছ কবিতা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment