Sasraya News

Tuesday, February 11, 2025

Poet Asis Mishra : কবি আশিস মিশ্র এর একগুচ্ছ কবিতা

Listen

এই সময়ের উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের পরিচিত মুখ কবি আশিস মিশ্র (Asis Mishra)। তিনি একদিকে সাংবাদিক, সম্পাদক, অন্যদিকে কবি ও সাহিত্যিক। তাঁর অনেকগুলি কাব্যগ্রন্থ সহ গদ্য গ্রন্থ, ইতিমধ্যেই প্রকাশিত। পাঠক মহলে জনপ্রিয় মুখ এই লেখক কিন্তু আদ্যোপান্ত কবি। তাঁর কবিতায় প্রতিবাদ থেকে প্রেম, বিরহ ও বিষাদের প্রকাশ খুঁজে পাওয়া যায়। লিখেছেন ছোটদের জন্যও একটি মজাদার ছড়ার বই। তাঁর-ই উদ্যোগে ভারতীয় সাহিত্যের সর্ব বৃহৎ সাহিত্য অনুষ্ঠানটি হয়ে থাকে পশ্চিমবঙ্গের হলদিয়া শহরে। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবি আশিস মিশ্র -এর একগুচ্ছ কবিতা।

 

 

 

 

আশিস মিশ্র

গুচ্ছ কবিতা 

 

১.
কতটুকু আর দিলে এই অবেলায়
শূন্যে ফিরে গেলে কী থাকে অবশেষে ;
তার চেয়ে ভালো বনজ্যোৎস্নায় ভেসে
মেতে থাকা যায় কোনো খেলায়।

 

 

 

 

২.
বেরিয়ে যাও, অশ্রুভেজা চোখের আড়ালে
দেখবে কত বিষণ্ণ পাতার আহ্বান ;
থেমে যদি যায় তার অচেনা কোনো গান-
এই সংশয়ে আরও কিছুক্ষণ কাছে দাঁড়ালে।

 

 

 

৩.
যেমন করে সাজাতে চাইলে প্রতিমার মুখ
অন্যরকম হয়ে গেছে সব রঙের বিন্যাস;
এটাই কি নতুন কোনো আঙ্গিকের ভাষ্য
নাকি এও এক রহস্যময় কোনো অসুখ?

 

 

 

৪.
একজায়গায়, শুধু একজায়গায় রয়েছে বল
গড়িয়ে দিলে শুরু হয়ে যাবে দখলের লড়াই ;
একটি দল, দুটি দল কখনো চড়াই -উৎরাই
শুধু শেষের দিকে ঝড় উঠেছে প্রবল।

 

 

 

 

৫.
সবিস্তারে কথাগুলো বলা হয়নি আজও
অপেক্ষা করতে করতে শোনার আগ্রহ নেই ;
তাহলে কেন বলতে চাওয়া- যেদিকেই
তাকিয়ে দেখি কেউ যেন বলে, বাজো।

 

 

 

 

৬.
অনেক দিন হাতে ভালো লেখা আসেনি
অনেক দিন যাওয়া হয়নি অলংকারপুর ;
দেখছি তো চাঁদ বসে আছে সুদূর-
এত করে ডেকেও কেন ভালোবাসেনি

 

 

 

৭.
বিড়ালেরা আড়ালে লুকিয়ে থাকতে চায়
এই স্বভাবে পথে পথে যাওয়া কী সহজ ;
কখন যে কাঁটা এসে লাগবে গলায়-
তবুও বিড়াল লুকিয়ে লুকিয়ে আজও খায়।

 

 

 

৮.
আকাশ কালো হলো ঠিক, ঝরঝর দিন
তাকে দূরে ঠেলে দেওয়া খুব কঠিন;
থাক না, কাছে থাকুক শ্রাবণধারা
জানালার বাইরে এখন কার ইশারা!

 

 

 

 

অলঙ্করণ : প্রীতি দেব ও আন্তর্জালিক 

 

 

এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী কোনও সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আই ডি : editor.sasrayanews@gmail.com

 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment