Sasraya News

Saturday, February 8, 2025

PM Narendra Modi : কংগ্রেসকে আক্রমণ নমোর

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ১৯৭৪ সালে কাচ্চাতিভু ভূখন্ড শ্রীলঙ্কার হাতে তুলে দেয় তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার। RTI করেন তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই। তারপরেই তা নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, “এই নতুন তথ্য়গুলি তুলে ধরে যে কীভাবে কংগ্রেস কাচ্চাতিভিৃুকে দিয়ে দিয়েছিল। এই সিদ্ধান্তে প্রত্যেক ভারতীয় ক্ষুব্ধ। এতে আবারও প্রমাণ হল, আমরা কখনও কংগ্রেসকে বিশ্বাস করতে পারি না! দেশের একতা, অখণ্ডতাকে দুর্বল করাই কংগ্রেসের কাজ ছিল, যা বিগত ৭৫ বছর ধরে চলেছে এবং এখনও চালিয়ে যাচ্ছে।” কাচ্চাতিভু আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি’র বড় হাতিয়ার হতে চলেছে বলেই রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন। -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : I.N.D.I.A. Meeting : ‘আমি ভারতের ৫০ শতাংশ মহিলা জনসংখ্যা এবং ৯ শতাংশ উপজাতি সম্প্রদায়ের কণ্ঠস্বর…’: কল্পনা সোরেন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment