



সাশ্রয় নিউজ ★ কোচীন : কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) কন্যার বিরুদ্ধে মামলা ইডির। পিনারাইয়ের কন্যা বীনা বিজয়নের (Veena Vijayan) বিরুদ্ধে বে-আইনি আর্থিক লেনদেনের অভিযোগ। শুরু বীণা নন, তাঁর তথ্যপ্রযুক্তি সংস্থার ক’য়েকজন কর্মীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের। কী হয়েছিল? ইডির অভিযোগ, কেরলের মুখ্যমন্ত্রীর কন্যা বীণা বিজয়নের সংস্থা অন্য একটি সংস্থার থেকে ১.৭২ কোটি টাকা নেন। কোচিন মিনারেল্স নামে ওই কোম্পানি ২০১৮-২০১৯ সালের ভেতর ওই অর্থ দেয় বলে উল্লেখ। কিন্তু টাকা নিয়েও বীণার সংস্থা এক্সোলজিক্যাল সংস্থা কোনও কাজই নাকি করেনি। এবং কোচিন মিনারেলস নামে ওই কোম্পানি বে-আইনিভাবে বিজয়নের মেয়ের সংস্থায় টাকা দেয় বলেও উল্লেখ। বীনা বিজয়নের সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয় বলে সূত্রের খবর। ছবি : সংগৃহীত
আরও খবর : World Theatre Day : আজ বিশ্ব নাট্য দিবস
