



সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রয়াত হলেন অভিনেতা পার্থসারথি দেব (Parthasarthe Deb Demised)। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। ছিলেন ভেন্টিলেশনে। নিঃসাড় অবস্থায় হাসপাতালে দীর্ঘ ৪৩ দিন অভিনেতা জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থসারথি দেব বাংলা মঞ্চ, টেলিভিশন ও রুপোলী পর্দার একজন পরিচিত মুখ। শনিবার বেলা ১২ টা নাগাদ টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ। তাঁকে সেখানে শেষ শ্রদ্ধা জানান হরনাথ চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। ছবি : সংগৃহীত
আরও পড়ুন : CPIM : মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়বেন মহম্মদ সেলিম
