



অপহরণের এক ঘন্টার ভেতর অপহরণকারীকে উদ্ধার করল পুলিশ
সাশ্রয় নিউজ ★ পানাগড় : অপহরণের এক ঘন্টার ভেতর অপহরণকারীকে উদ্ধার করল পুলিশ। সকালবেলা গাড়ি থেকে নামার সময় এক ব্যবসায়ীকে অপহরণ করে দুষ্কৃতিরা। পুলিশ সূত্রে খবর, কাটোয়ার ওই ব্যবসায়ীকে চারজনের একটি দুষ্কৃতি দল অপহরণ করে নিয়ে যায়। খবর পাওয়া মাত্র পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশী শুরু করে দেয়। জামুড়িয়া থেকে উদ্ধার হন কাটোয়ার ওই ব্যবসায়ী। ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে মারধর করে অপহরণকারী দুঃষ্কৃতিরা। কাঁকসা থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৪ জন দুঃষ্কৃতি। পুলিশ সূত্রে উল্লেখ, ‘টাকা দেওয়া নেওয়া নিয়েই অপহরণের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
