



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সাধন জায়া সুপ্তি পাণ্ডের নির্বাচনী প্রচার করলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহান (Nusrat Jahan)। গত লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে টিকিট পাননি নুসরাত। তবে তাঁর কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম। এছাড়াও রাজ্যে সামগ্রিকভাবে ভাল ফল করেছে তৃণমূল। লোকসভা ভোট মিটতেই মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রটি বিধায়ক শূন্য ছিল সাধন পাণ্ডের প্রায়াণের পরে থেকেই। আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল। ওই কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সাধন জায়া সুপ্তি পাণ্ডেকে। সুপ্তি পাণ্ডের প্রচারে দেখা যায় বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরাত জাহানকে। এদিন তিনি হুড খোলা গাড়িতে নির্বাচনী প্রচার করেন। তিনি প্রচার সম্পর্কে সংবাদ মাধ্যমকে বলেন, “রেসপন্স খুব ভাল। বাংলার মানুষ প্রথমত যেভাবে দিদিকে ভালবাসে, দিদি যেভাবে বাংলার মানুষকে আগলে রেখেছেন, তৃণমূল যেভাবে বাংলার মানুষের পাশে থেকেছে, তাতে এই রেসপন্স তো স্বাভাবিক।” বসিরহাটের প্রাক্তন সাংসদ আরও বলেন, “সুপ্তি আন্টি আমাকে ভীষণ স্নেহ করেন। তিনি প্রার্থী হয়েছেন। তাঁর সমর্থনে এসেছি। খুব ভাল লাগছে। সাধন আঙ্কেল এত বছর এখানে এত ভালভাবে কাজ করেছেন। তাঁর প্রতিও মানুষের ইমোশন রয়েছে। সব কিছু মিলিয়ে একদম পজিটিভ।” সূত্রের খবর, মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তারকা প্রাচারক হিসেবে নুসরাত জাহানের নাম নেই। সাধন কন্যা শ্রেয়া পাণ্ডের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক থেকেই উপ-নির্বাচনের প্রচারে নুসরাত। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের তারকা প্রাচারকের লিস্টেও তিনি ছিলেন না বলেই উল্লেখ।
ছবি : সংগৃহীত
আরও খবর : Team India : মেরিনড্রাইভে সমর্থকদের ভিড়, ওয়াংখেড়েতে সংবর্ধনা
