



নিজের দলের লোকের কাছেই মার খেলেন কাউন্সিলর
সাশ্রয় নিউজ ★ ব্যারাকপুর : মার খেলেন তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, পুকুর ভরাটকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর ভেতর হাতাহাতি শুরু হয়। সূত্রের খবর, কাউন্সিলরের বিপরীত পক্ষ মারধর করেন তাঁকে। ঘটনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষে দাবি করা হয়, এর সঙ্গে গোষ্ঠী কোন্দলের কোনও যোগ নেই। কাউন্সিলরের পরিবার ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে উল্লেখ।
