



নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য তালিকায় তিন ভারতীয়
সাশ্রয় নিউজ : এবছর নোবেল শান্তিপুরস্কারের সম্ভব্য তালিকায় তিনজন ভারতীয়র নাম উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, তাঁরা হলেন হর্ষ মন্দার, মহম্মদ জুবের ও প্রতীক সিনহা। আমেরিকার একটি দৈনিক এমনি দাবি করেছে বলে খবরে প্রকাশ। নরওয়ে ‘পিস রিসার্চ ইনস্টিটিউট’ -এর ডিরেক্টর হেনরিক আর্ডাল তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে প্রতি বছরই প্রকাশ করে থাকেন, সম্ভব্য নোবেল প্রাপকদের নামের একটি তালিকা। এবার হেনরির তালিকায় বিশ্বের আরও বহু ব্যক্তিদের সঙ্গে আছে ফ্যাক্ট চেকার ও তথ্য অনুসন্ধানকারী প্রতীক সিনহা ও মহম্মদ জুবের এবং সাহিত্যিক হর্ষ মন্দার-এর।
এই সংবাদ সামনে আসতেই খুশির বাতাবরণ তৈরি হয়েছে ভারতীয়দের মনে। এখন দেখার, কোন দেশের কে পাচ্ছেন এবারের নোবেল শান্তি পুরস্কার!
