



অভিজিৎ দত্ত :: বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ নেতাজী সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) -এর ১২৮তম জন্ম-জয়ন্তী। প্রতিবারের ন্যায় এবার ও নেতাজীর মূর্তিতে মাল্যদান, বক্তৃতা, নৃত্য-গীত, অঙ্কন ইত্যাদির মাধ্যমে নেতাজীকে স্মরণ করা হবে। কিন্ত এটাই কী সব? নেতাজীর মত মহানায়ককে আমরা স্মরণ করবো কেন? নেতাজীর মত মহানায়কের কাছ থেকে আমরা কী শিক্ষা নেব? এই প্রশ্নগুলো যদি আমাদের মনকে আলোড়িত না করে তবে নেতাজীর জন্ম-জয়ন্তী পালন বৃথা হবে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজী আপোষহীন নেতা, এমন নেতা খুব একটা দেখা মেলেনি। ওঁর সততা, নির্লোভ জীবন-যাপন, দেশপ্রেম, সর্বোপরি অসাম্প্রদায়িক মনোভাব তাকে জনগণের নয়নের মণি করেছিল। এখন আমাদের দেশে এইরকম নেতা ক’জন আছেন?
আজ স্বাধীন ভারতবর্ষে যেভাবে লোভ, হিংসা,দুর্নীতি ও সাম্প্রদায়িক মনোভাব বেড়ে চলেছে তাতে সামনের দিন কী হবে ভাবলে শিউরে উঠতে হয়। ভারতবর্ষের স্বাধীন হওয়া ৭৮ বছর হয়ে গেল। স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীন ভারতবর্ষকে নিয়ে যে স্বপ্ন ছিল, সোনার ভারত, গড়ার সেই স্বপ্ন আজ সফল হচ্ছে না কেন?এইখানেই নেতাজীর প্রাসঙ্গিকতা। যিনি ইংরেজ শাসন আমলের লোভনীয় আই সি এস (ICS) পরীক্ষায় পাশ করে সরকারের উচ্চ পদের চাকুরি হেলায় ছেড়ে দেশসেবার কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। সব ধর্মের মানুষকে নিয়ে তিনি চলেছিলেন। সবকিছুর উর্ধ্বে দেশকে স্হান দিয়েছিলেন। তাই তো দেশকে স্বাধীন করার জন্য নানা বাধা-বিপত্তি পেরিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে ইংরেজদের চোখে ধুলো দিয়ে বিদেশে গিয়েছিলেন।আজাদহিন্দ ফৌজ গঠন করে দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন।
আজ আমরা নেতাজীর মৃত্যুরহস্য নিয়ে আলোচনা করি।কেন প্রকৃত সত্য উদঘাটিত হবে না বলে আন্দোলন করি কিন্ত নেতাজীর মত হবার চেষ্টা ক’জনা করি? নেতাজীর জীবন ও আদর্শকে কেন আমরা, আমাদের জীবনচর্চার সঙ্গে যুক্ত করতে পারি না? নেতাজীর জন্মদিন পালন করার থেকেও বড় কাজ হচ্ছে তার জীবন ও দর্শনকে বোঝা এবং তাকে নিজের জীবনের সঙ্গে সম্পৃক্ত করে নেয়া। তবেই নেতাজির জন্মদিন পালন সার্থক হবে। আসুন আমরা সকলে নেতাজীর জন্মদিনে সেই চেষ্টায় করি। জয় হিন্দ।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News | Sunday’s Literature Special | Issue 48 | 19 January 2025
