



দশ মাস পরে জেল থেকে ছাড়া পেলেন সিধু
সাশ্রয় নিউজ ★ পাতিয়ালা : দশ মাস পরে জেল থেকে ছাড়া পেলেন সিধু। জেলবাস থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন পাঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি। ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় সরকারের প্রতি। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে মন্তব্য করেন কংগ্রেস নেতা। বলেন, ‘যখনই স্বৈরতন্ত্র মাথাচাঁড়া দিয়েছে, দেশে বিপ্লব এসেছে। সেই বিপ্লব রাহুল গান্ধী।’
