Sasraya News

National congress president election: আজকে জাতীয় কংগ্রেস দলের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন

Listen

আজকে জাতীয় কংগ্রেস দলের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন

সাশ্রয় নিউজ : আজকে জাতীয় কংগ্রেস দলের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে লড়ছেন দলের দুই নেতা। জানা যায়, সমর্থনের দিক থেকে এগিয়ে আছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। 

আজকে সকাল ১০ টায় শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। চলবে বিকেল ৪ টে পর্যন্ত। প্রায়  ৯০০০ এরও বেশি প্রদেশ কংগ্রেস কমিটির (পিসিসি) প্রতিনিধি ভোট প্রধান করবেন। এই নির্বাচনের ফলাফল জানা যাবে ১৯ অক্টোবর। ১৩৭ বছরের ইতিহাসে এই নির্বাচন ষষ্ঠ বারের মতন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিদ্বন্দ্বীতায় নির্ধারণ হবে, দলের সভাপতি কে নির্বাচিত হবেন! খাড়গে না থারুর তা-ই দেখার পালা! 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read