Sasraya News

Saturday, February 15, 2025

Narendra Modi-Mamata Banerjee Meeting : রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মিটিং (Narendra Modi-Mamata Banerjee meeting) নিয়ে একটা জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনার অবসান হল শুক্রবার। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজভবনে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। আরামবাগে কেন্দ্রীয় প্রকল্প উদ্ধোধন অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে দলীয় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকে তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে রাজনৈতিক আক্রমণ করেন। পাশাপাশি সন্দেশখালি ইস্যুতে তিনি তৃণমূল কংগ্রেসের সমালোচনায় মুখর হন। তাঁর কণ্ঠে এদিন শোনা যায়, রাজ্যের একাধিক দুর্নীতি প্রসঙ্গও। তারপরেই কলকাতা ফেরেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। যদিও তৃণমূল সূত্রে খবর, রাজনৈতিক আলোচনা করতে যাননি মুখ্যমন্ত্রী।  এদিন তাঁর এ-সাক্ষাৎ প্রোটোকল মেনেই বলে উল্লেখ। এই সাক্ষাৎকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই জানান তৃণমূল কংগ্রেসের বিশেষ সূত্র। সূত্রে এ-ও উল্লেখ যে, ‘রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এলে প্রোটোকল মেনে তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেন। –সংগৃহীত ছবি 

আরও খবর : Kunal Ghosh : তৃণমূল কংগ্রেসের দুই পদ থেকে ইস্তফা কুণাল ঘোষের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment