Sasraya News

Wednesday, April 23, 2025

Narendra Modi : আজ শপথ ৩:০ মোদী মন্ত্রীসভার

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সন্ধে ৭:১৫ মিনিট নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। একই সঙ্গে ৩:০ মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে অন্তত ১৯-২২ জন। এছাড়াও মোট মন্ত্রী হিসেবে ৫২-৫৫ জন, ও প্রতিমন্ত্রী হিসেবে ৩৩-৩৫ জন শপথ নেওয়ার সম্ভাবনা বলে উল্লেখ। রাজ্যের ফের মন্ত্রীসভায় শপথ নেবেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর বলে সূত্রের খবর।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Sasraya News, Literature Special, June 9, Issue 20 || সাশ্রয় নিউজ, সাহিত্য স্পেশাল || ২০ জুন ২০২৪, সংখ্যা ২০

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment