Sasraya News

Naihati : প্রাক্তন বিধায়ক ডাঃ তরুণ অধীকারী প্রয়াত

Listen

প্রাক্তন বিধায়ক ডাঃ তরুণ অধীকারী প্রয়াত

সাশ্রয় নিউজ ★ নৈহাটি : প্র‍য়াত হয়েছেন প্রাক্তন বিধায়ক ডাঃ তরুণ অধিকারী। দীর্ঘদিন ধরে ডাঃ অধিকারী শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন। তিনি ইণ্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতির পদ সামলান। নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে ২ বার তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। গত সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। নৈহাটি পুরসভা প্রাঙ্গণে ডাঃ অধিকারীকে শেষ শ্রদ্ধা জানান, অগণিত মানুষ। উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং দলীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর পাঠানো শ্রদ্ধার্ঘ্য মরদেহে অর্পণ করেন সেচমন্ত্রী। ডাঃ অধিকারীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে নৈহাটি তথা সমগ্র উত্তর চব্বিশ পরগণা জেলায় শোকের ছায়া নেমে আসে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read