



সাশ্রয় নিউজ ★ রানিনগর : চৈত্র মাসে গমের জমিতে আগুন লাগার ঘটনা নতুন না। প্রতি বছরই এসময় কোথাও না কোথাও জমিতে আগুন লাগতে দেখা যায়।

মুর্শিদাবাদ (Murshidabad) জেলার রানীনগরের বিলচাতরা-টুলটুলিপাড়া মাঠে গমের জমিতে আগুন লাগে। সোমবার দুপুরে আগুনে পুড়ে যায় ক’য়েক বিঘা গম। স্থানীয় মানুষের অনুমান, এগারো হাজার লাইন গিয়েছে গমের জমির ওপর দিয়ে। সেই লাইন থেকেই শর্ট সার্কিট হয় বলে স্থানীয় চাষীরা মনে করছেন। ঘটনার খবর পেয়ে রানীনগর থানার পুলিশ ও ইলেক্ট্রিক সাপ্লাই ঘটনাস্থলে পৌঁছয়। তার আগেই স্থানীয় বাসিন্দারা দূর থেকে মাটি নিয়ে এসে আগুনে ছড়িয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। -নিজস্ব চিত্র
আরও পড়ুন : MS Dhoni : ধোনি মাঠে নামতেই ১২৮ ডেসিবেলে দর্শকদের গর্জন
