Sasraya News

Wednesday, April 23, 2025

Murshidabad : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাকরি নিতে এসে গ্রেফতার যুবক

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Murshidabad Medical College & Hospital) থেকে গ্রেফতার এক যুবক। ভুয়ো নিয়োগপত্র নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ (Murshidabad Medical College & Hospital) যায় এক একজন যুবক। তাঁর নথিপত্র দেখে সন্দেহ হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল -এর আধিকারিকদের। এরপরই  হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ তাঁকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। 

সূত্রের খবর, গ্রুপ সি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের চাকরির জন্য বেলডাঙা থানার মহেশপুরের বাসিন্দা অভিজিৎ মণ্ডল হাসপাতালে যান। হাসপাতাল সূত্রে খবর যে, উল্লেখিত পদের কোনও পোস্টই নেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে! 

শুক্রবার অভিজিৎ মণ্ডল নামে ওই যুবককে আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্তের কথায়, “আমি হাসপাতালে সার্টিফিকেট দেখাতে এসেছিলাম। হাসপাতাল বলেছে এটা ডুপ্লিকেট। সেই কারণে আমাকে পুলিশে তুলে নিয়ে এসেছিল।” অভিযুক্ত যুবক আরও বলেন, “আমার এক পিসে মশাই আমাকে এই কাগজ দিয়েছিল। বলরামপুরে বাড়ি তার। আমি জানতাম এটা জাল নথি। আমি ভেরিফায় করতে এসেছিলাম শুধু।”

অন্যদিকে, পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবককে জেরা করার পরে ক’য়েকজনের নাম পুলিশের সামনে আসে।ওই যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা শুরু হয়েছে বলে বিশেষ সূত্রে খবর।

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Jasprit Bumrah : ‘আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আবেগের বিরাট একটা জায়গা রয়েছে’ : বুমরা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment