Sasraya News

Mulayam Singh Yadav : চলে গেলেন মুলায়ম সিং যাদব 

Listen

চলে গেলেন মুলায়ম সিং যাদব 

সাশ্রয় নিউজ : প্রয়াত হয়েছেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা, মুলায়ম সিং যাদব। সোমবার সমাজবাদী পার্টির প্রধান মুলায়েম-পুত্র অখিলেশ যাদব সর্বসাধারণের কাছে বাবার মৃত্যু সংবাদ দেন। অখিলেশ তাঁর ট্যুইট-বার্তায় লেখেন : ‘আমার শ্রদ্ধেয় বাবা ও সকলের নেতা আর আমাদের ভেতরে নেই’। 

    বেশ কিছু দিন থেকেই তিনি উত্তর প্রদেশের গুরুগ্রামে একটি হাসপাতালের ভর্তি ছিলেন। শারীরিক অবস্থা ক্রমশই সঙ্কটজন হয়ে ওঠায়, ওই বর্ষিয়ান নেতাকে জীবনদায়ি ঔষধ দিচ্ছিলেন চিকিৎসকরা। তিনি ২ অক্টোবর মেদান্তা হাসপাতালে ভর্তি হন। শারিরীক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকরা তাঁকে আই সি সি ইউ-তে স্থানান্তরিত করে চিকিৎসা চালান। চিকিৎসকরা জানাচ্ছেন, রবিবার রাতে তাঁর অক্সিজেন লেভেল অনেকটাই নেমে যায়। চিকিৎসকদের চেষ্টায় অক্সিজেন লেভেল ৩ ঘন্টা মতন বাড়লেও বাঁচানো যায়নি উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। 

    বিগত দু-বছর থেকে নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ও ভারতীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ মুলায়ম সিং যাদব। শারিরীক সমস্যায় অবনতি হলে তাঁকে গুরুগ্রামের ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই প্রয়াত হয়েছিলেন তাঁর স্ত্রী। 

    তিনি দীর্ঘ ৫৫ বছর সরাসরি রাজনীতির ময়দানে ছিলেন। ৩ বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। মুলায়ম সিং যাদব ১৯৯৬-১৯৯৮ সাল পর্যন্ত এইচ ডি দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রীর পদ সামলান। 

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গভীর শোক প্রকাশ করেছেন এসপি প্রতিষ্ঠাতা-নেতার প্রয়াণে। তিনি জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সঙ্গে সম্পন্ন করা হবে মুলায়ম সিং যাদব-এর শেষকৃত্য। পাশাপাশি  তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। শোক প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ  দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read