Sasraya News

Mohua Maitra : মহুয়ার সাংসদপদ খারিজের খসড়ায় সিল মোহর নীতি কমিটির 

Listen

Mohua Maitra : মহুয়ার সাংসদপদ খারিজের খসড়ায় সিল মোহর নীতি কমিটির 

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : মহুয়া মৈত্র-এর সাংসদপদ খারিজের পক্ষে সংসদের নীতি কমিটির ভোটে পক্ষে ভোট ৬ জনের। বিপক্ষে ৪ জনের। সুতরাং ৬:৪ ভোটে নীতি কমিটি মহুয়ার সাংসদপদ খারিজের পক্ষে খসড়া রিপোর্টে সায় দিল। সূত্রের খবর, বুধবারই বিষয় সামনে আসে। নীতি চেয়ারম্যান বিনোদ সোনকর একটি সাংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন, ‘মহুয়া মৈত্র বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে একটি খসড়া রিপোর্ট তৈরি করেছে নীতি কমিটি। আজকের বৈঠকে খসড়া প্রস্তুত করা হয়। ছয় সদস্য তাতে সমর্থন জানান, বিরোধিতা করেন চার সাংসদ। বিশদ রিপোর্ট আগামী কাল স্পিকারের কাছে জমা দেওয়া হবে। এর পর যা পদক্ষেপ করা প্রয়োজন, স্পিকার করবেন।” উল্লেখ্য যে, অর্থের বিনিময়ে সাংসদে প্রশ্ন করার অভিযোগে নীতি কমিটির ভোটে সংখ্যা গরিষ্ঠ নীতি কমিটি মহুয়ার সাংসদ পদ খারিজে সায় দিল বলে উল্লেখ। এবার নীতি কমিটি লোকসভায় স্পিকার ওম বিড়লার কাছে তাঁদের রিপোর্ট পাঠাবে। 

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read