



সাশ্রয় নিউজ ★ কলকাতা : শুক্রবার রাজ্যে দু’দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, দলীয় কর্মসূচী সেরে রাজভবনে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী (PM Narendra Modi-CM Mamata Banerjee)। রাজ্যে এসেই আরামবাগে দলীয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখান থেকে ফিরবেন কলকাতা। তারপরেই বিকেল ৫:২০ নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে মিটিং করতে পারেন বলে সূত্র মারফৎ উল্লেখ। সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী এই মিটিং নিয়ে বলেন, “এর মধ্যে নতুন কিছু নেই। এটাই তো হওয়ার কথা। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যাবেন না। কিন্তু দুর্নীতির গন্ধ পেলেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ তো বরাবর হয়ে আসছে। এই মিটিং নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেসও। প্রসঙ্গত, রাজ্যের পাওনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দিল্লি গিয়েছেন। ধর্নায় বসেছেন রাজভবনের সামনে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া নিয়ে সুর চড়িয়ে গিয়েছেন। এরপরই মুখ্যমন্ত্রী জানান, ১০০ দিনের বকেয়া টাকা রাজ্য সরকার দেবে। এবং তা শ্রমিকদের ভেতর ছাড়তেও শুরু করে রাজ্য সরকার। লোকসভা নির্বাচন আবহে দু’দিনের রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সূত্রের খবর, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারেন শুক্রবার বিকেলে। সেই বৈঠককে তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। -ফাইল চিত্র, পিটিআই
আরও খবর : Ranveer-Deepika : রণবীর-দীপিকার ঘরে সেপ্টেম্বরেই আসছে নতুন সদস্য
