Sasraya News

Saturday, February 8, 2025

Manaj Mitra passed away : চলে গেলেন মনোজ মিত্র

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : প্রয়াত হয়েছেন কিংবদন্তী নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র (Manaj Mitra passed away)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালবেলা তিনি কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মঞ্চ নাটকের পাশাপাশি চলচ্চিত্র জগতে বিশেষ অবদান রেখে গেলেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর প্রয়াণ সংবাদ পেয়ে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নাটক, চলচ্চিত্র ও বিভিন্ন জগতের মানুষজন।

 

মঞ্চ-অভিনয়ে মনোজ মিত্র ও অন্যান্যরা নাট্যশিল্পীরা। ছবি : সংগৃহীত

 

উল্লেখ্য যে, সম্প্রতি তিনি বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সূত্রের খবর, বার্ধক্যজনিত নানান সমস্যাতে ভুগছিলেন মনোজ মিত্র। হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত ছিলেন। সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্যহীনতাতেও ভুগছিলেন। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য হাসপাতালে গঠিত হয় মেডিক্যাল বোর্ড। সেই মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার সকাল ৮ টা ৫০ মিনিটে তাঁর দেহাবসান হয় প্রবীণ নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্বের।

বিশেষভাবে উল্লেখ্য, মনোজ বাবু অভিনয়ের পাশাপাশি অধ্যাপনাও করেছিলেন। ‘সুন্দরম’, ‘ঋতায়ণ’ ইত্যাদি নাট্য দলের প্রতিষ্ঠা করেন অভিনয় অন্তপ্রাণ মানুষটি। মঞ্চ নাটকের পাশাপাশি চলচ্চিত্রে তাঁর বিভিন্ন ভূমিকায় অভিনয় দর্শকদের মনে আঁচড় কাটে, এবং সুখ্যাতি অর্জন করেন। মনোজ মিত্র-এর প্রয়াণে শোকের ছায়া নাট্য, চলচ্চিত্র, সংস্কৃতি জগতে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | Issue : 38 | 3 November 2024 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | সংখ্যা ৩৮ | ৩ নভেম্বর ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment