



সাশ্রয় নিউজ ডেস্ক ★ আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের পুলিশ কর্তাকে অপসারণ নিয়ে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আলিপুরদুয়ারে জনসভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়ে যায়, তা হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। আমি জানি কারা হিংসা সামলাতে পারে। রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে।” তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে। এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়ে যায়, তা হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।” উল্লেখ্য, এর আগে কলকাতা রেঞ্জের ডিএসপিকে নির্বাচন কমিশনের অপসারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত যে, সোমবার নির্বাচন কমিশন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকে অপসারণের নির্দেশ দেয়। তারপরই আলিপুরদুয়ারের নির্বাচনী জনসভা থেকে নির্বাচন কমিশনের দিকে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে, বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “আমি মুর্শিদাবাদের মানুষকে কথা দিয়েছিলাম নিরপেক্ষভাবে নির্বাচন হবে। এটা আমি তাদের দিতে পারি না। কিন্তু কমিশনকে বার বার জানিয়েছিলাম। তারা কথা দিয়েছিল আমাকে। কথা রাখল কমিশন।” -ফাইল চিত্র
আরও পড়ুন : Purulia : মিথিলা মাহাতোর সঙ্গে দেখা করলেন জ্যোতির্ময় সিং
