Sasraya News

Tuesday, February 11, 2025

Mamata Banerjee : ‘আমি খুশি এদের মুখোশটা বেরিয়ে পড়েছে ‘ : মমতা বন্দ্যোপাধ্যায়

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নারী দিবস উপলক্ষ্যে মিছিল করল তৃণমূল। মিছিলের শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শশী পাঁজা সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে। কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে। মিছিল শেষে একটি সভায় বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিনের সভা থেকে নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমাকে বলছে তোমাদের যা সব রায় বেরোচ্ছে, এ দেখে তো রয়াল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যাবে ভয়ে। আমি বললাম কেউ কেউ আছেন কী আর করবেন? এরা কেউকেটা। তবে আমি খুশি এদের মুখোশটা বেরিয়ে গিয়েছে। মুখোশ খুলে পড়েছে। মুখ এবং মুখোশ।” এবিষয়ে তাঁর আরও বক্তব্য, “আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। অভিষেককে তো রোজ নাম করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজ কোথায় গেলেন আপনি? কাল থেকে আপনার রায় জনগন দেবেন? আপনি হাজার হাজার ছেলে মেয়ের চাকরি খেয়েছেন। আপনার রায় জনগণ দেবেন। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব। স্টুডেন্টরাই লড়াই করবে। যাদের চাকরি আপনারা খেয়েছেন।” সদেশখালি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অভিযোগ তোলেন যে, সন্দেশখালি নিয়ে ভুয়ো অনেক ভুয়ো ‘সন্দেশ’ দিয়েছেন। তাঁর কথায়, সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে সংবাদ। যেভাবে কয়েকটা ঘটনা নিয়ে…। হতেই পারে। হাতের পাঁচটা আঙুল তো সমান নয়।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না। যদি কোনও কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে এলে অ্যাকশন নিই। তৃণমূলের কর্মীদের গ্রেফতার করতে কার্পণ্য বোধ করি না।” উল্লেখ্য, ৮ মার্চ নারী দিবস। কিন্তু ওইদিন মহা শিবরাত্রি পড়ায় ৭ তারিখ তৃণমূল কংগ্রেসের এ কর্মসূচী বলে উল্লেখ তৃণমূল সূত্রে। -সংগৃহীত ছবি 

আরও খবর : Alipurduar : নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment