



সাশ্রয় নিউজ ★ পূর্ব মেদিনীপুর : গত সপ্তাহে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’টি সভা করেন তিনি। হুগলির আরামবাগ ও নদীয়ার কৃষ্ণনগরে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দু’টি সভাতেই মুখর ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আবাস যোজনার ৪৭ হাজার কোটি টাকা রাজ্যের জন্য কেন্দ্র বরাদ্দ করেছিল রাজ্য। কিন্তু যত পরিমাণ বাড়ি হওয়ার কথা ছিল তা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন পূর্ব মেদিনীপুরের সভা থেকে প্রধানমন্ত্রীর দাবিকে অসত্য বলে দাবি করেন বলে উল্লেখ। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪-১৫ থেকে ২১-২২ পর্যন্ত রাজ্যকে কেন্দ্রীয় সরকার ২৯,৮৩৪ টাকা দেয় আবাস যোজনা প্রকল্পের খাতে। রাজ্য ওই খাতে দেয় ২০ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রী ওই সরকারি পরিষেবা অনুষ্ঠানে বলেন, ‘যে টাকা দেওয়া হয়েছিল, ওঁরা বলছে টাকা খেয়ে নিয়েছে। মোট ৪৩ লাখ বাড়ি হয়েছে। জবাব দিন! হয় সত্যি কথা স্বীকার করুন, তা না হলে বলুন মিথ্যা বলছি। জনগণের কাছে ক্ষমা চান।’ উল্লেখ্য, এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে ফের স্বর চড়ালেন। এবং আবাস যোজনায় অর্থ বরাদ্দ করার জন্য সময়সীমা বেঁধে দেন। তিনি জানান, মে মাস পর্যন্ত রাজ্য অপেক্ষা করবে। -ফাইল চিত্র
আরও খবর : Lok Sabha Election : ‘অধীরদা বড় মাপের রাজনীতিক’ : বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা
