



সাশ্রয় নিউজ ডেস্ক ★ দিনহাটা : লোকসভার প্রথম দফা ভোটের দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। মহিলাদের দাবি, বিজেপির পঞ্চায়েত সদস্য গ্রেফতারে হাত উদয়ন গুহ-এর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দাবি করেন, “সব মহিলা বিক্ষোভ দেখাচ্ছেন না। এখানে আরও অনেক মহিলা আছে। এখানে প্রায় হাজারের বেশি ভোটার। এদের সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। জানে যে আমি আসব। এটা বিজেপি করেছে।”
উল্লেখ্য যে, এদিন ভোট ঘুরে অশান্ত হয়ে ওঠে দিনহাটার ভেটাগুড়ি। তৃণমূল কংগ্রেস দাবি করে, এদিন সকালে দিনহাটা ১বি ব্লক সভাপতি অনন্ত বর্মন আক্রান্ত হন। এই ঘটনায় তৃণমূল আঙুল বিজেপির দিকে। ঘটনাকে কেন্দ্র করে ভেটাগুড়ি থেকে পুলিশ গ্রেফতার করে একজন বিজেপি পঞ্চায়েত সদস্যকে। দিনহাটা থানায় যান উউত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।
উল্লেখ্য, ভোটগ্রহণ চলাকালীন কোচবিহার ১ ব্লকের ফলিমারিতে ৯ টি তাজা বোমা উদ্ধার হয় বলে উল্লেখ। পুলিশ সূত্রে খবর, বোমাগুলি ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে উদ্ধার হয়। এছাড়াও ভোটের আগের রাতে ভেটাগুড়ির খারিজাবালা এলাকায় একাধিক বোমাবাজির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর।
এছাড়াও শীতলকুচিতেও তৃণমূল ও বিজেপির সংঘর্ষের খবর। শীতলকুচির শালবাড়িতে ২৮৬ নম্বর বুথে ত্রিপলকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ভেতর সংঘর্ষ বলে উল্লেখ। ওই ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। -ফাইল চিত্র
আরও পড়ুন : Lok Sabha Election 2024, Jalpaiguri : ভোটারদের জন্য খাবারের চমক তৃণমূল কংগ্রেসের
