



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : সাত দফায় ১৯ তম লোকসভা নির্বাচন। এমনি জানালেন মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার। ১৯ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোট। ভোট গনণা ও ফল প্রকাশ ৪ জুন ২০২৪। আজ থেকেই আদর্শ আচরণবিধি লাগু।
এক নজরে পশ্চিমবঙ্গে লোকসভা ভোট ২০২৪
প্রথম দফা : ১৯ এপ্রিল ২০২৪ ★ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। দ্বিতীয় দফা : ২৬ এপ্রিল ২০২৪ ★ রায়গঞ্জ, বালুরঘাট দাজিলিং। তৃতীয় দফা :৭ মে ২০২৪ ★ মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গীপুর। চতুর্থ দফা : ১৩ মে ২০২৪ ★ কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল। পঞ্চম দফা : ২০ মে ২০২৪ ★ শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, আরামবাগ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলী। ষষ্ঠ দফা : ২৬ মে ২০২৪ ★ তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, পুরুলিয়া। সপ্তম দফা : ১ জুন ২০২৪ ★ দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ।
এছাড়াও রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন যথাক্রমে ভগবানগোলায় ৭ মে ও ১ জুন বরানগর। ভগবানগোলার আসনটি বিধায়ক ইদ্রিস আলির প্রয়াণে খালি হয়। অন্যদিকে তৃণমূল বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন তাপস রায়। সেই আসনে উপ নির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশনন -প্রতীকী ছবি
আরও খবর : Bharat Jodo Nyay Yatra : ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘোরে ১১০ টি জেলা, ১৬ রাজ্য
