Sasraya News

Tuesday, February 11, 2025

Left-Congress Rally : দমদমে সুজন চক্রবর্তী’র সমর্থনে বাম-কংগ্রেসের মিছিল

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : শূন্য থেকে জেগে উঠতে মরিয়া বামেরা। ইতিমধ্যেই লোকসভা ভোটের পঞ্চম দফার ভোট সম্পন্ন হয়েছে। তারপরই বাম-কংগ্রেস (Left-congress) জোটের ভেতর প্রবল আত্মবিশ্বাসের পরিলক্ষিত।

 

 

এখনও রাজ্যে দুই দফা ভোট গ্রহণ বাকী। রাত পোহালেই ষষ্ঠ দফার ভোট। তারপরেই শেষ দফা বা সপ্তম দফার ভোট ১ জুন।  যত ভোটের দফা কমছে, ততই রাজনৈতিক দলগুলির ভেতর নির্বাচনী শেষ পর্বের উত্তাপ বাড়তে দেখা যাচ্ছে।

 

 

দমদম লোকসভা আসনে এবার বাম-কংগ্রেস প্রার্থী সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। লোকসভা নির্বাচন (Loksabha Election) ঘোষণা হওয়ার পর থেকেই দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়, পাড়ায়, বাজারে জনসমর্থন আদায়ে পথে নেমেছেন সুজন। ছোট-বড়-মাঝারি সভা করেছেন কর্মী ও সমর্থকদের নিয়ে। সেইসব সভায় দেখা যায় মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee), অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) প্রমুখদের। এদিন কংগ্রেস সমর্থিত সিপিআই (এম) প্রার্থী সুজন চক্রবর্তী-এর সমর্থনে মিছিল করলেন সিপিআই(এম) পলিটব্যুরোর সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yachuri)। ওই মিছিলে ছিলেন সায়নদীপ মিত্র, মীনাক্ষী মুখোপাধ্যায়, জামির মোল্লা সহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। দমদমের বিভিন্ন এলাকা পরিক্রমণ করে ওই মিছিল। মিছিল থেকে কেন্দ্রে বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের জন-বিরোধী নীতির প্রতিবাদে আওয়াজ তোলেন বাম-কংগ্রেস নেতৃত্ব।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Cash Recovered : বিজেপি নেতার গাড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা উদ্ধার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment