



সাশ্রয় নিউজ ★ ধরমশালা : কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বোলিংয়ের সামনে নুয়ে গেল ইংল্যান্ড। বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ড পঞ্চম টেস্টে ৫ উইকেট তুলে নিলেন কুলদীপ। এটি তাঁর কেরিয়ারের ১৩ তম টেস্ট। এই নিয়ে টেস্টে তাঁর ঝুলিতে মোট ৫১ উইকেট। প্রসঙ্গত, ধরমশালাতেই কুলদীপ যাদবের টেস্ট ক্রিকেটে ডেবিউ হয়েছিল। সেই মাঠেই এদিন পাঁচজন ইংলিশ ব্যাটার শিকার হলেন তাঁর বলে। কুলদীপের কথায়, “অ্যাশ ভাই (রবিচন্দন অশ্বিন) খুব সহৃদয় ও দয়ালু। ও-আমাকে বলেছিল যে ওর ৩৫ টি ফাইফার (৫ উইকেট) রয়েছে। তাই ওই বলটা আমার কাছে রাখতে। প্রসঙ্গত, অনেকেই মনে করছেন পাঁচ উইকেট নেওয়ার স্মারক হিসেবে বলটি আম্পায়ারের কাছে চেয়ে নেন। তার পরেই রবিচন্দন অশ্বিনের হাতে বল তুলে দেন। এদিন অশ্বিন টেস্ট কেরিয়ারের ১০০ তম টেস্ট খেলতে নামেন। প্রথম ইনিংসে অশ্বিন ইংল্যান্ডের ৪ উইকেট পকেটে পোরেন। এদিন অবশ্য তিনি কুলদীপকে বলটি ফিরিয়ে দেন। এদিনের বোলিং সম্পর্কে ভারতীয় দলের লেগস্পিনারের কথায়, “ইংল্যান্ডের ব্যাটারেরা কী ভাবছে, আমি সেটা বোঝার চেষ্টা করি না। তবে স্টোকসদের ব্যাটিং দেখে মনে হয়েছে ওরা আমার রং বল (লেগ স্পিনারের যে বলে অফ স্পিন হয়) বুঝতে পারছে না। সেটা আমার জন্য ভাল। তবে ব্যাটারেরা কী পারে সেটা না ভেবে নিজের ক্ষমতা অনুযায়ী বল করা ভাল।” ২১৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ছবি : সংগৃহীত
আরও খবর : PT. Ajay Chakraborty : হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী
