Sasraya News

Friday, March 28, 2025

Kolkata Doctors Protest : জুনিয়র চিকিৎসকদের নৈতিক জয়

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : নৈতিক জয় জুনিয়র চিকিৎসকদের। প্রায় ২২ ঘণ্টা পরে ডাক্তারদের আন্দোলনের কাছে মাথা নোয়াল লালবাজার। সরিয়ে দিল গার্ডরেল।

অন্যদিকে, আরজি কর কাণ্ডে গর্জে উঠেছে ডাক্তাররা। গতকাল ফিয়ার্স লেনে জুনিয়র ডাক্তারদের মিছিল গার্ডরেল দিয়ে আটকে দেয় পুলিশ। এরপরেই ক্ষোভে গর্জে ওঠেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা প্রশ্ন তোলেন, শান্তিপূর্ণ মিছিল কেন আটকাল পুলিশ? সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আর জি কর সহ বহু মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।

তাঁরা প্রায় ২২ ঘন্টা অবস্থান বিক্ষোভ চালাল। একই সঙ্গে ওঁদের দাবী, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। সেই দাবী থেকে অনড়। সূত্রের খবর,
আজ মঙ্গলবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই পুলিশের তরফ থেকে নরম স্বর ভেসে আসতে থাকে। বৃষ্টি নামে কলকাতায়। বৃষ্টির মাঝেও একইভাবে চলতে থাকে গানে, স্লোগানে বিক্ষোভ। তাঁদের সঙ্গে জড়ো হতে থাকেন আরও চিকিৎসরা।

ঠিক প্রায় ২২ ঘন্টা পরে জুনিয়র চিকিৎসকদের সামনে থেকে লোহার গার্ডরেল সরিয়ে দেয় লালবাজার। এরপরেই দাবী মতো কিছুটা এগিয়ে যায় অবস্থানরত চিকিৎসকরা। ২২ জনের একটি প্রতিনিধি দল প্রতীকী মেরুদণ্ড হাতে নিয়ে মানববন্ধন করে লালবাজারে প্রবেশ করেছেন। বাইরে প্রতিনিধি দলের জন্য অপেক্ষারত হাজারো জুনিয়র চিকিৎসক। সাধারণ মানুষ। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে পুলিশের নত হওয়াকে আন্দোলনের নৈতিক জয় বলেই মনে করছেন আমজনতা। তবে চিকিৎসকরা সেই দিকে কর্ণপাত করতে নারাজ। অভয়া কাণ্ডের সঙ্গে যুক্তদের প্রত্যেকের বিচারবিভাগীয় শাস্তি না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন, জানান তাঁরা।  একই সঙ্গে পুলিশের কাছে প্রশ্ন রাখেন, তথ্যপ্রমাণ লোপাট হল কেন সেই প্রশ্নের উত্তর দিতে হবে সি পি বিনীত গোয়েলকে।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Sandip Ghosh arrested By the CBI : স্বাস্থ্য দফতরের আর্থিক দুর্নীতি : গ্রেফতার সন্দীপ ঘোষ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment