Sasraya News

Kerala News : ট্রেনের ভেতরযাত্রীর গায়ে আগুন, মৃত্যু ৩

Listen

ট্রেনের ভেতর যাত্রীর গায়ে আগুন, মৃত্যু ৩ 

সাশ্রয় নিউজ ★ কোঝিকড় : ট্রেনের ভেতর যাত্রীর গায়ে আগুন। মৃত্যু হয় ৩ জনের। মর্মান্তিক ঘটনা রবিবার রাত ১০ নাগাদ, আল্লাপুঝা-কান্নুর-চিফ এক্সপ্রেস-এ। সূত্রের খবর, একটি চলন্ত ট্রেনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সহযাত্রীর গায়ে আগুন নিয়ন্ত্রণে ধরিয়ে দেন। ট্রেনটির ডি-ওয়ান বগীর যাত্রীর গায়ে আগুন, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। ঘটনায় Alarm চেন টানার পর পালিয়ে যায়। আগুনে পুড়ে। আহত হন আট যাত্রী।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read