



তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে সমাজের সকল স্তরের মানুষের কাছে অভূতপূর্ব বার্তা
সাশ্রয় নিউজ : পূর্ব বর্ধমান জেলায় ঐতিহ্যমণ্ডিত শহর কালনাতে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। আজকের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান যেন চাঁদের হাট। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কালনা শহর সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, বিধায়ক দেবপ্রসাদ বাগ, শহর সভানেত্রী মাননীয়া স্বাগতা কর্মকার, শহর আইএনটিটিইউসি-র সভাপতি শান্তি সাহা, কালনা শহর সহ যুব সভাপতি নীল দত্ত, এছাড়াও জেলা ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের আধিকারিকগণ, কাউন্সিলারগণ, ব্লক স্তরের নেতা নেত্রী, কাললা ১ নম্বর এবং ২ নম্বর ব্লকের সভাপতি সহ সর্বোপরি উপস্থিত ছিলেন শহরের সর্বস্তরের আমজনতা। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও গত বিধানসভার ভোটে যাঁরা তৃণমূল কংগ্রেসের জন্য লড়েছিলেন সেইসব বুথ কর্মীদেরকে সংবর্ধিত করা। এদিনের অনুষ্ঠানে কালনা শহরের ১৮ টি ওয়ার্ডের বুথ কর্মীদের সংবর্ধিত করা হয়েছে। প্রথমে সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠান থেকে মাননীয়া মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নেতা-কর্মী-সমর্থকরা। বিজয়া সম্মিলনীতে বক্তাদের বক্তৃতায় একটি কথারই প্রতিধ্বনি উঠল, আসলে মা মাটি মানুষের সরকার সমাজের সকল স্তরের মানুষের জন্য যে ভাবেন সেই ভাবনাকে আরও বেশি প্রাঞ্জল করে তোলার উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি বক্তৃতা, সঙ্গীত ও সংবর্ধনার মধ্যে দিয়ে একটা নতুন মাত্রা পেয়েছে।
