



কাবুলের স্কুলে বিস্ফোরণ
সাশ্রয় নিউজ : আফগানিস্তানের কাবুলে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণটিতে নিহত হয়েছেন১০০ জন। আহতের সংখ্যা কত, তা নির্দিষ্ট করে জানা যাচ্ছে না। নিহত ১০০ জনের ভেতর শিক্ষক ও শিক্ষার্থীরাও আছে। তবে অধিকাংশই শিক্ষার্থী। শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনায় কেঁপে উঠছে স্থানীয়রা। চাঞ্চল্য ছড়িয়েছে কাবুল জুড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যাও বাড়তে থাকে বলে দেশটির সংবাদমাধ্যমগুলি জানিয়েছে। কাবুলের দাস্ত-ই-বারচি নামে একটি স্থানের ওই স্কুলে কীভাবে বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি। আহতদের কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সংবাদসূত্রে খবর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেকেই হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি আছেন, তাঁদের অধিকাংশই শিক্ষার্থী।
