Sasraya News

Saturday, February 15, 2025

Justice Abhijit Gangopadhyay : মঙ্গলবার চাকরি থেকে অব্যহতি, তারপরে রাজনীতিতে দেখা যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে!

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)  রবিবার সাংবাদিকদের জানান মঙ্গলবার তিনি ইস্তফা দিচ্ছেন। ওই দিনই তিনি দেশের রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পোস্ট করবেন। এবং যে মুহূর্তে ইস্তফা পত্র ডাকে পোস্ট করবেন সেই মুহূর্ত থেকেই তাঁর ইস্তফা কার্যকর হবে বলেও জানান তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের শাসক দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এবং তৃণমূল কংগ্রেসের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, “মাঠে নেমে লড়াই করতে বারবার বলেছিল ক্ষমতাসীন দল।” তাঁর কথায় “তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে বাংলা, চলছে অপমানজনক অধ্যায়।’ তিনি রাজনৈতিক দলে জয়েন করবেন কিনা তা স্পষ্ট না করলেও রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজনীতিতে পদার্পণ করার ইঙ্গিত মেলে বলে উল্লেখ। বিশেষ সূত্রের খবর, ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং সম্ভবত তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপি হয়ে লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন বলে বিশেষ সূত্রের খবর। সূত্রের এ-ও খবর যে, মঙ্গলবার ইস্তফা দিয়েই বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। অন্যদিকে, সিপিআই (এম)   তাঁকে দলে আসলে স্বাগত জানাবে বলে উল্লেখ। তবে, সিপিআই (এম) নেতা সুজন চক্রবর্তী জানান, তিনি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) দলে আসছেন কিনা তার কাছে কোনও খবর নেই। -সংগৃহীত ছবি 

আরও খবর : Justice Abhijit Ganguly : ‘মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি হিসেব ইস্তফা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment