



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ধর্মতলায় বিক্ষোভ চাকরিহারাদের। কলকাতা হাইকোর্ট-এর ডিভিশন বেঞ্চ এসএসসি মামলা রায়ে ২০১৬ প্যানেল বাতিল করে। সেই রায়-এ গ্রুপ-সি, গ্রুপ-ডি সহ নবম-দশম ও একাদশ-দ্বাদশ-এর ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিহারা হন। এই কলকাতা হাইকোর্ট-এর ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক এ বিচারপতি সাব্বর রশিদি-এর প্যানেল বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে এসএসসি উচ্চ আদালতে যাবে বলে উল্লেখ। একই দিকে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরাও উচ্চ আদালতে যাওয়ার কথা জানান। চাকরিহারাদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই রায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
মঙ্গলবার এপ্রিলের তীব্র দাবদাহ উপেক্ষা করে ধর্ম্পতলায় জমায়েত করেন চাকরিহারারা। এক চাকরিহারা শিক্ষক SSC ও রাজ্য সরকারের দিকেই আঙুল তোলেন। তাঁর কথায়, “রায়টা হয়েছে সরকারের সদিচ্ছার অভাবেই। এসএসসি-র দোষেই আমরা আজ পথে বলেছি। এসএসসি এক-এক জায়গায় এক-এক রকমের হলফনামা জমা দিয়েছে। এটা পুরোপুরি সরকার ইচ্ছাকৃতভাবে আমাদের পথে বসাল।”
হুগলির এক শিক্ষকের কথায়, “আমরা অযোগ্য সেটা প্রমাণ করে বার করে দিক। আমার বিরুদ্ধে তো কোনও অভিযোগ নেই। ওএমআর ম্যানুপুলেট হয়েছে। এটা কোনও রায় হল? ১৯ হাজারের তো কোনও দোষ নেই।” ওই শিক্ষক আরও বলেন, “যেখানে বিচার ব্যবস্থাতেই বলা রয়েছে, পাঁচ জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু এক জন নিরপরাধী যেন শাস্তি না পায়। এখানে ১৯ হাজার নিরপরাধী শাস্তি পেয়ে যাবে? কাদের বাঁচানোর জন্য আমাদের বলিতে চড়ানো হয়েছে?”
হাইকোর্টের রাইয়ের পরে বাম-কংগ্রেস, বিজেপি সহ রাজ্যের বিরোধীরা আসরে নেমেছে। অন্যদিকে ডিওয়াইএফআই একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্য শিক্ষক-ও শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তেমনি ওই প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের সাসমালোচনাও করা হয় বলে উল্লেখ। -সংগৃহীত ছবি
