



তড়িঘড়ি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★জলপাইগুড়ি : প্রবল ঝড় বৃষ্টিতে (Storm) জনজীবনে হাহাকার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। প্রাণ গিয়েছে পাঁচ জনের। রবিবার তড়িঘড়ি উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবারই উত্তরবঙ্গে পৌঁছবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে উল্লেখ। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় ২৫০ জনেরও বেশি। গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক জনের। টোটো উল্টে প্রাণ হারিয়েছেন এক মহিলা। ময়নাগুড়ি হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। মৃত্যু হয়েছে পাঁচ জনের। উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন নিহতদের পরিবারের সঙ্গে। তিনি বলেন, “আমি দেখলাম ভয়াবহ ঝড়টা এসেছিল। খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কোচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে। কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা হল ৫ জন মারা গিয়েছেন। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাতেই। আরেকজনকে উত্তরবঙ্গ হাসপাতালে শিফট করা হচ্ছে। কাল বিকালে অভিষেক আসবে, দেখে নেবে। রাজ্য সরকার সম্পূর্ণ পাশে আছে। তবে এখন যেহেতু এমসিসি কোড চলছে প্রশাসন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে।” উত্তরবঙ্গের ঘটনায় উদ্বিগ্নতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স-এ লেখেন, ‘’প্রিয়জনদের যাঁরা হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, ক্ষতিগ্রস্তদের যথাযথ সাহায্যের কথা বলা হয়েছে। বাংলার সমস্ত বিজেপি কর্মীদের বলব ক্ষতিগ্রস্তদের পাশে থাকুন।’’ ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Easter Sunday : মহাসমারোহে উদযাপিত হল ইস্টার সানডে
