Sasraya News

Saturday, February 15, 2025

ISF : জঙ্গীপুরে ISF প্রার্থী তৃণমূল বিধায়কের দাদা

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ISF তৃতীয় দফায় লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করল। শনিবার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধায়ক নওশাদ সিদ্দিকী। বনগাঁ থেকে প্রার্থী দীপক মজুমদার, কৃষ্ণনগরে প্রার্থী আফরোজা খাতুন মণ্ডল, তমলুক লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী মহিউদ্দিন আহমেদ। এবং মুর্শিদাবাদের জঙ্গীপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস। তিনি সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা। রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে তৃণমূলের ঘরে সিঁধ কাটল ISF, তবে তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস জানান, তিনি কিছু জানেন না। ছবি : সংগৃহীত 

আরও খবর : Dumdum Fire : আগুনের গ্রাসে দমদমের বস্তি, এলাকায় চাঞ্চল্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment