Sasraya News

India vs South Africa Match : ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা

Listen

ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা 

সাশ্রয় নিউজ : ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ক্রিকেট ম্যাচটি ৯ উইকেটে জয়ী হল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে  ৪০ ওভারে ২৪০ রান করে। 

বৃষ্টি বিঘ্নিত লখনউয়ে অনুষ্ঠিত ভারত ও দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে ম্যাচ। দক্ষিণ আফ্রিকার কাছে আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ, কারণ পয়েন্টের দিক থেকে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য তাঁদের কাছে আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 

    বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হয়েছে। ৪০ ওভারের ম্যাচ ছিল আজকে। ভারতের টসে জিতে অধিনায়ক শিখর ধাওয়ান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। খেলার প্রথম ২৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেট খুইয়ে ১২৫ রান। দুই উইকেট তুলে নিয়েছেন শর্দুল ঠাকুর। জোড়া ক্যাচ ফেলার ফল ভুগতে হল টিম-ইণ্ডিয়াকে। ৬৩ টি বল খেলে অপরাজিত ৭৫ রান করে দলকে  অনবদ্য একটি স্থানে পৌঁছে দেন ডেভিড মিলার। টি-টোয়েন্টিতেও দারুণ ফর্মে ছিলেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। হেনরিখ ক্লাসেন অপরাজিত ৭৪ রান করেন মাত্র ৬৫টি বল খেলে। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দল ২৪৯ রান করে ৪ উইকেটের বিনিময়ে। 

    ভারত ব্যাট করতে নেমেই জোড়া উইকেট হারায়। এই ধাক্কা কাটিয়ে উঠতে সারা ম্যাচ আপসোস করতে হল টিম-ইণ্ডিয়ার ক্রিকেটারদের। শুভপমন গিল ও অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে টিম ইণ্ডিয়ার ব্যাটিং সাইড অনেকটাই দূর্বল করে দেন দঃ আফ্রিকান ক্রিকেটাররা। 

    ম্যাচটির অনেকটাই হাল ধরতে চেষ্টা করেন শ্রেয়স আইয়ার শ্রেয়স ও সঞ্জু। ওদের ব্যাটিংয়ে ভারতীয় দলের স্কোর বোর্ডে মানানসই স্কোর ওঠে। তবুও শেষ পর্যন্ত ভারতীয় ইয়াং ব্রিগেডের হাত থেকে ম্যাচ বের করে নিলেন অভিজ্ঞ দঃআফ্রিকান ক্রিকেটাররা। ভারতীয় ব্যাটসম্যানদের ভেজা মাঠে দাঁড়াতে দেননি তাঁরা। ধারালো বোলিং ও দৃষ্টিনন্দন ফিল্ডিং দিয়ে ম্যাচ বের করে নিল। 

ভারতীয় ব্যাটিং : শিখর ধাওয়ান ১৬ বল খেলে ৪,  শুভম গিল ৭ বল খেলে ৩, গাইকোয়ার্ড ৪২ বল খেলে ১৯, কৃষাণ ৩৭ বল খেলে ২০, শ্রেয়াস ৩৭ বল খেলে ৫০, স্যামসন ৬৩ বল খেলে ৮৬, এস ঠাকুর ৩১ বল খেলে ৩৩, ওয়াই যাদব ১ বল খেলে ০, এ খান ৬ বল খেলে ৩, আর বিষ্ণু ৬ বলে ৩ রান করেন। ৪০ ওভারে  ভারতের মোট রান ৮ উইকেট হারিয়ে ২৪০। 

দক্ষিণ আফ্রিকার বোলিং : রাবাড্ডা ৮ ওভার বল করে ২ টো মেডেন সহ ২ উইকেট  নিয়েছেন ৩৬ রান দিয়ে, পার্নেল ৮ ওভার বল করে ১ টি মেডেন সহ ১ উইকেট নিয়েছেন, কেশব ৮ বল করে ১ টি মেডেন সহ ১ উইকেট নিয়েছেন ২৩ রান দিয়ে, এল নাগিডি ৮ ওভার বল করে ৫৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন, টি সামসি ৮ ওভার বল করে ৮৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। 

    দক্ষিণ আফ্রিকা জয়ী হয়েছে ৯ রানে। 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read