



পারিজাত গঙ্গোপাধ্যায় ✪ এজবাস্টন: ভারত-ইংল্যান্ড (India vs England Test) এজবাস্টন টেস্টের (Edgbaston Test) তৃতীয় দিন যেন ছিল একের পর এক নাটকের দিন। ম্যাচের রং বদলেছে বারবার। দিনের শেষে সুবিধাজনক জায়গায় থাকল শুভমন গিল (Shubman Gill)-দের ভারত। ইংল্যান্ডের (England) প্রথম ইনিংস শেষ হয়েছিল ৪০৭ রানে। ভারত দ্বিতীয় ইনিংসে ৬৪/১ রানে শেষ করে এদিনের মতন। ফলে ২৪৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের শুরু করবে ভারত।
সকালে ম্যাচে আগুন ধরিয়ে দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। পরপর দু’বলে জো রুট (Joe Root) এবং বেন স্টোকস (Ben Stokes)-কে ফিরিয়ে দিয়ে চাপে ফেলেছিলেন ইংল্যান্ডকে। তখন ৮৪ রানে ৫ উইকেট পড়ে যায়। কিন্তু ষষ্ঠ উইকেটে হ্যারি ব্রুক (Harry Brook) এবং জেমি স্মিথ (Jamie Smith) তৈরি করলেন ৩০৩ রানের বিশাল জুটি। ব্রুক খেললেন ১৫৮ রানের ইনিংস, তার মধ্যে ছিল ১৭টি চার ও ১টি ছয়। স্মিথ অপরাজিত থাকলেন ১৮৪ রানে, তাঁর ইনিংসে ছিল ২১টি চার এবং ৪টি ছয়। ব্রুক-স্মিথ জুটি যখন একের পর এক বাউন্ডারি মারছিলেন, তখন ভারতের বোলাররা কার্যত অসহায়। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)-এর ব্যর্থতা স্পষ্ট হয়ে যায়। প্রসিদ্ধ এক ওভারে (৩২তম) ২৩ রান দেন, স্মিথ মারেন একটি ছক্কা এবং চারটি চার। ক্রমাগত শর্ট বল করে যাওয়ায় তাঁকে সহজেই খেলতে থাকেন স্মিথ। এই টেস্টের পর প্রসিদ্ধের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে। অনেকেই বলছেন, অর্শদীপ সিং (Arshdeep Singh)-কে খেলালে ফল অন্য রকম হতে পারত। যদিও, দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে আবার ম্যাচে ফেরেন সিরাজ ও আকাশদীপ (Akash Deep)। আকাশদীপের বলে ব্রুক আউট হতেই ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। আকাশ পরের ওভারে ক্রিস ওকস (Chris Woakes)-কে (৫) ফিরিয়ে দেন। অন্যপ্রান্ত থেকে সিরাজ একে একে ব্রাইডন কার্স (Brydon Carse), জশ টং (Josh Tongue) ও শোয়েব বশির (Shoaib Bashir)-কে শূন্য রানে আউট করে ইংল্যান্ডকে ৪০৭ রানে গুটিয়ে দেন। সিরাজের বোলিং ফিগার ৭০ রানে ৬ উইকেট। আকাশদীপ ৮৮ রানে ৪ উইকেট নেন। বহুদিন পর সিরাজকে দেখা গেল আগুনে ছন্দে, যা ভারতের জন্য বড় স্বস্তির খবর। অন্যদিকে ভারত, প্রথম ইনিংসে ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং লোকেশ রাহুল (KL Rahul) শুরুটা আক্রমণাত্মক রাখেন। ওপেনিং জুটিতে দ্রুত ৫১ রান এলেও যশস্বী ২৮ রানে আউট হয়ে যান। যদিও, তার আউট নিয়ে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। জশ টংয়ের বলে এলবিডব্লিউ হন যশস্বী। নির্দিষ্ট ১৫ সেকেন্ডের মধ্যে ডিআরএস না নেওয়ায় স্টোকসরা আম্পায়ারের কাছে অভিযোগ করেন। পরে আলোচনা করে তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউ পাঠানো হয়। তৃতীয় আম্পায়ারও আউট দেন, ফলে বিতর্ক বেশি দূর যায়নি। দিনের শেষে ক্রিজে রয়েছেন রাহুল ২৮ রানে ও করুণ নায়ার (Karun Nair) ৭ রানে।
ভারতের রান রেট ৪.৯২, যা আগামী দিনে চাপ তৈরি করবে ইংল্যান্ডের উপর বলেই মনে করছে ক্রিকেট সমালোচকরা। বিশেষজ্ঞদের মতে, শনিবার মধ্যাহ্নভোজের পর আরও এক ঘণ্টা ব্যাট করলেই ৪০০ রানের লিড সম্ভব। সেক্ষেত্রে দেড় দিনে ইংল্যান্ডকে অলআউট করে টেস্ট জয়ের স্বপ্ন দেখতেই পারে ভারত। তবে বোলারদের ধারাবাহিকতা বজায় রাখাই হবে মূল চাবিকাঠি। ব্রুক-স্মিথ জুটি যে ভাবে ভারতকে একসময় ব্যাকফুটে ঠেলে দিয়েছিল, তা ভুলে গেলেও কিন্তু চলবে না। তবে তৃতীয় দিনের নায়ক নিঃসন্দেহে সিরাজ। একটানা লাইন-লেংথ বজায় রেখে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে চুরমার করে দিয়েছেন তিনি। দিন শেষে সিরাজ বলেন, “টেস্ট ক্রিকেটে ধৈর্যই সব। জানতাম, ওদের ভুল করাতে পারব। পরিকল্পনা অনুযায়ী বল করেছি।” আকাশদীপের কথায়, “ব্রুকের উইকেটটাই টার্নিং পয়েন্ট। জানতাম, ওদের একজনকে ফিরিয়ে দিলেই চাপ তৈরি হবে।”
ভারতীয় শিবিরে এখন স্বস্তি। তবে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিল জানেন, ম্যাচ জিততে হলে শেষ দিনে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। আর সিরাজ-আকাশদীপদের এই ছন্দই ভারতের জয়ের আশা বাঁচিয়ে রাখছে।
ছবি:
আরও পড়ুন : advantages of multilingualism | একাধিক ভাষা শেখা কি সত্যিই মস্তিষ্কের জন্য উপকারী? নতুন গবেষণায় বিভাজন
