Sasraya News

Wednesday, April 23, 2025

Hema Malini : উত্তরপ্রদেশের মথুরা থেকে ভোটে লড়বেন হেমা মালিনী

Listen

সাশ্রয় নিউজ ★ মথুরা : উত্তরপ্রদেশের মথুরা লোকসভা আসন থেকে নির্বাচনে লড়বেন হেমা মালিনী (Hema Malini)। বিজেপি’র অভিনেত্রী প্রার্থী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী স্বতন্ত্র দেব সিং ও বিজেপি নেতৃত্ব। হেমা বলেন, ‘তৃতীয়বারের জন্য মথুরার জনগণের সেবা করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। আমার দুই মেয়াদে যে কাজ করা সম্ভব হয়নি তা এবার শেষ করব। এছাড়াও হেমা বলেন, ‘এবার মথুরার মানুষের জন্য বিশাল উন্নয়ন প্রকল্প চালু করা হবে। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর প্রশংসাও শোনা যায় মথুরার দু’বারের সাংসদের কণ্ঠে। -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Fake Message : ভুয়ো মেসেজের জবাব দিল কমিশন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment