



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : শনিবার “হর ঘর তিরাঙ্গা” (Har Ghar Tiranga Campaign) যাত্রা শুরু দেশে। গুজরাট সহ দেশে এই কর্মসূচী শুরু হয়। প্রধানমন্ত্রী এই কর্মসূচীকে গণ আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান। শনিবার গুজরাটে তিরাঙ্গা যাত্রাতে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
রাজকোটের ওই কর্মসূচীতে অংশ নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, “গুজরাটের পবিত্র ভূমিকে প্রণাম করছি আমি, গুজরাট সন্ত ও সমাজ সংস্কারকদের ভূমি… এখন যখন আমরা ‘তিরঙ্গা যাত্রা’-য় রওনা হলাম, তাই স্বাধীনতার সময়কাল মনে পড়ে। মহাত্মা গান্ধীর অবদানকে দেশ কখনও ভুলতে পারবে না, যিনি স্বাধীনতা অর্জনে একটি বড় ভূমিকা পালন করেছিলেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয় যে মহাত্মা গান্ধীর সংযোগও ছিল এই রাজ্যের ভূমির সঙ্গে। আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানকেও ভুলতে পারি না।” রাজকোটে “হর ঘর তিরাঙ্গা” যাত্রার শুভ সূচনা করেন জেপি নাড্ডা। ছিলেন গুজরাটের মুখ্যমত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ আরও অনেকে।
শুধু গুজরাট নয় “হর ঘর তিরাঙ্গা” যাত্রা শুরু হয়েছে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ সহ আরও অনেক রাজ্যে। ৭৭ তম স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে বিজেপির যুব মোর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এবারের এই হর ঘর তেরঙ্গা কর্মসূচিকে (Har Ghar Tiranga Campaign) গণ আন্দোলনে পরিণত করুন। আমি নিজের ডিপি বদলাচ্ছি, আপনারাও বদলান।”
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : RG Kar Medical College Incidend : আরজি কর কাণ্ডে তোলপাড় চিকিৎসক মহল
