Sasraya News

Garia Grantha Mela : গড়িয়ায় আজ শুরু হচ্ছে বইমেলা

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ শুক্রবার গড়িয়ায় শুরু হচ্ছে বইমেলা (Garia Grantha Mela)। বিকেল ৫ টার সময় মেলার উদ্বোধন করবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopaddhay)। ভিন্ন স্বাদের বই নিয়ে উপস্থিত থাকবে প্রায় ৬০ টি গ্রন্থ বিপণী। এছাড়াও থাকবে ২০ টি লিটল ম্যাগাজিনের টেবিল। প্রতিদিন বেলা ১ টা থেকে রাত ৯ পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে স্টল। গড়িয়া পূর্বপাড়া পঞ্চ দুর্গা খেলার মাঠে বইমেলার পাশাপাশি নিয়মিত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও খবর : International Women’s Day : নারী দিবসে বিশেষ গদ্য ‘প্রমা’ লিখেছেন দর্পণা গঙ্গোপাধ্যায়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read