



সাশ্রয় নিউজ ★ আলিপুরদুয়ার : রবিবারের ভয়াবহ ঝড়ের পরে সোমবার ভূমিকম্পে (Earthquake) কাঁপল উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার ফালাকাটা, কোচবিহারের কিছু এলাকায় কম্পন টের পাওয়া যায় বলে উল্লেখ। সোমবার বিকেল ৫:১৫ নাগাদ ভূমিকম্পটি হয় বলে খবর। সূত্রের খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৮।

ভূমিকম্পের উৎসস্থল আলিপুরদুয়ার বলেই সূত্রের খবর। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়ায়। উল্লেখ্য যে গত মাসেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল আলিপুরদুয়ার। তারপর রবিবারের মিনি টর্নেডো আঘাত হানে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। এরফলে আতঙ্কগ্রস্ত মানুষের ভেতর ভয় ছিলই। সোমবারের ভূমিকম্প সেই ভয় পুনরায় জাগিয়ে দেয়। যদিও সোমবারের ভূমিকম্পতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Murshidabad : হঠাৎ আগুন লেগে পুড়ল মাঠের গম
