



পিনাকী চৌধুরী ★ কলকাতা : এই তো সেদিন দুর্গা পুজো (Durga Puja) গেল। দেখতে দেখতে ২০২৪ সালে আবারও একটি শারোদৎসব এগিয়ে এসেছে। শহরের রাজপথে ইতিউতি পুজোর ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। জোরকদমে শুরু হবে মণ্ডপ নির্মাণের কাজ। অনেকেরই এখন সধৈর্য প্রতীক্ষা! আর কিছু দিন পরেই দূর থেকে ভেসে আসবে আগমনীবার্তা। সত্যি, পুজোর সময় কত-শত প্রার্থনা জমা হয় কোনও এক ‘সুপ্রিম পাওয়ার’ এ-র চরণতলে! কিন্তু কে এই দুর্গা?
হিন্দু শাস্ত্রে দুর্গা নামের ব্যাখ্যা করা হয়েছে এইভাবে : ‘দ’ অক্ষর দৈত্যনাশক, ‘উ’ কার বিঘ্ননাশক ‘রেফ ‘ রোগনাশক এবং ‘গ’ অক্ষর পাপনাশক এবং অ- কার ভয় ও শত্রু নাশক। অর্থাৎ দৈত্য, পাপ, ভয়। রোগ ও শত্রুর হাত থেকে যিনি আমাদের সর্বোতভাবে রক্ষা করেন, তিনিই হলেন দেবী দুর্গা। মার্কন্ডেয় পুরাণের কাহিনি অনুসারে, দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, যার নাম ছিল ‘দুর্গম’। সেই থেকেই নাকি দুর্গা নামের প্রচলন হয়েছিল। আবার কালিকা পুরাণ মতে দেবী স্বয়ং মহিষাসুরকে বলেছিলেন, “যে রূপে তোমাকে আমি বধ করব, সেই রূপের নাম দুর্গা, তাই দশভূজা হলেন দেবী দুর্গা।”
ছবি : আন্তর্জালিক
