Sasraya News

Saturday, February 15, 2025

Dumdum Fire : আগুনের গ্রাসে দমদমের বস্তি, এলাকায় চাঞ্চল্য

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ দমদম : আগুনের গ্রাসে দমদমের বস্তি (Dumdum fire) শনিবার বেলা বারোটা নাগাদ আগুন লাগে। দমদম হনুমান মন্দির সংলগ্ন বস্তিতে আগুনের তীব্রতায় আতঙ্কিত এলাকাবাসী। সব হারিয়ে কপাল চাপড়ে আর্তনাদ বস্তিবাসীদের। কীভাবে আগুন লাগে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দমকলের বেশ কিছু ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যস্ত। লোকসভা ভোটে দমদম কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী-এর কথায়, “কীভাবে আগুন লাগল, এর পিছনে কী কারণ, তা পরে ভাবা যাবে। আপাতত আগুন যাতে দ্রুত নেভানো সম্ভব হয়, সেটাই আমরা দেখছি।” ঘটনা স্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। স্থানীয় মানুষজন বাগজোলা খাল থেকে জল তুলে আগুন নেভানো কাজে হাত লাগান বলে উল্লেখ। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : IPL 2024 : জয়ের মুখ দেখল দিল্লি ক্যাপিটালস

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment